আপনার বালিশ, টুথব্রাশ, স্যান্ডেল কতদিন পর্যন্ত ব্যবহার করা উচিৎ জানেন?

lifestyle tips
  • আপনি যে গামছা ব্যবহার করেন তা প্রতি ৬ মাস অন্তর পরিবর্তন করুন,
  • আর তোয়ালে ২ বছর পর পরিবর্তন করুন,
  • গায়ে সাবান মাখাতে যে স্পঞ্জ ৩-৪ মাসের বেশী ব্যবহার করবেন না,
  • আপনি ঘরে যে স্যান্ডেল বা স্লিপার ব্যবহার করেন তা ৬ মাস অন্তর পরিবর্তন করে নিন,
  • ২ বছরে একবার আপনার আরামদায়ক বালিশটি বদলে ফেলুন এবং মাঝে মাঝে রোদে দিন,
  • টুথ ব্রাস ৩-৪ মাসে একবার পরিবর্তন করতে ভুলবেন না,
  • বাচ্চাদের ব্যবহৃত প্লাষ্টিক বা রাবার আইটেম, চুশনি ৩-৪ সপ্তাহের বেশী ব্যাবহার করবেন না এবং মাঝে মাঝে ফুটন্ত পানিতে ফুটিয়ে জীবানুমুক্ত করুন।

Follow @ Facebook: https://www.facebook.com/EliteProductBD/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *