সুরা আল-জিলজাল এর বাংলা উচ্চারন অনুবাদ

sur jiljal er uccaron ebong ortho

Welcome To The “Suratul Al Jiljal” সুরা আল জিলজাল 

(পবিত্র কোরআন শরীফের সুরা নং ৯৯)


১।     ইযা-ঝুলঝিলাতিল আরদুঝিলঝা-লাহা-।

২।    ওয়া আখরাজাতিল আরদুআছকা-লাহা-।

৩।    ওয়া কা-লাল ইনছা-নুমা-লাহা-।

৪।    ইয়াওমাইযিন তুহাদ্দিছু আখবা-রাহা-।

৫।    বিআন্না রাব্বাকা আওহা-লাহা-।

৬।    ইয়াওমাইযিইঁ ইয়াসদুরুন্না-ছুআসতা-তাল লিউউরাও আমা-লাহুম।

৭।    ফামাইঁ ইয়া’মাল মিছকা-লা যাররাতিন খাইরাইঁ ইয়ারহ।

৮।    ওয়া মাইঁ ইয়া’মাল মিছকা-লা শাররাহঁ ইয়ারাহ।

আসুন জেনে নিই “Suratul Al Jiljal” সুরা আল জিলজাল এর বাংলা অর্থ ঃ


১।    যখন পৃথিবী তার কম্পনে প্রকম্পিত হবে,

২।    যখন সে তার বোঝা বের করে দিবে।

৩।    এবং মানুষ বলবে, এর কি হল?

৪।    সেদিন সে তার বৃত্তান্ত বর্ণনা করবে,

৫।    কারণ, তার পালনকর্তা তাকে আদেশ করবেন।

৬।    সেদনি মানুষ বিভিন্ন দলে প্রকাশ পাবে, যাতে তাদেরকে তাদের কৃতকর্ম দেখানো হয়।

৭।    অতঃপর কেউ অণূ পরিমাণ সৎকর্মইঁ করলে তা দেখতে পাবে 

৮।    এবং কেউ অনু পরিমান অসৎকর্ম’ করলে তাও দেখতে পাবে। 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *